Thursday, November 03, 2005

হিবিজিবি

কত সাধ করে নিয়েছিনু ছুটি
পাহাড়ের গায়ে চড়ে গুটি গুটি
তাজিনশীর্ষে এ চরণ দুটি
রাখিয়া কহিবো, "শালা ...
বাঙলার চূড়া করিয়াছি গুঁড়া, সাঙ্গ ট্রেকিং পালা।"

সহযাত্রীরা বড় মশগুল
আমারও তো কোন হয়নি রে ভুল
দরখাস্ত তো করেছি ব্যাকুল
এমডি দিয়াছে সায় ...
বোঁচকা বেঁধেছি, ঘরে ফিরে সোজা পাহাড় চড়ার প্রায়।

হঠাৎ করিয়া এ কি হলো ল্যাঠা
গভীর নিশীথে ম্যানেজার ব্যাটা
সেলুলার ফোনে মারো লাথি ঝ্যাঁটা
কহে, "ছুটিফুটি নাই!"
ইঙিতে বুঝিনু আদেশ, অফিসে পুনরায় যাওয়া চাই।

এদিকে আমার বোঁচকায় কত
জিনিস ভরেছি প্রয়োজন মত
এরই মাঝে ব্যাটা ম্যানেজার যতো
আজিব হুকুম ঝাড়ে,
দুঃখে আমার চক্ষুর জল অশ্রু রুধিতে নারে।

মনে মনে যত অশালীন গালি
চর্চায় যত মনোযোগ ঢালি
ঐদিকে ফোনে বন্ধুরা খালি
খাচরা প্যাচাল পাড়ে,
অশ্রু গিলিয়া গদগদস্বরে কহি, "আমি যাবো না রে!"

আর হবে কি গো পর্বতে চড়া
চাকুরির ঘায়ে আমি আধামরা
তাই মনে ভাবি, যাবে না তো করা
এমন খাচরা জব
আগামী মাসেই হচ্ছি বেকার, জেনে রেখো ভাইসব।

1 comment:

Himu said...

Thank you very much acne lady, up yours too!