গৃহযুদ্ধ বাঁধে নাকি ... সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি
আকাশে আকাশে তবু মেঘ দিয়ে নানা ছবি আঁকি
প্রতিবেশী আঙ্কেল বাঁকা হেসে হাঁক ছেড়ে বলে
"সাবধান হও ছেলে, ঝামেলার নেই বেশি বাকি।"
আসলেই, সামনে তো রাজনীতি ভয়াবহ ঘোলা
সারা দেশ জুড়ে খ্যালে প্রয়াত নেতার বড় পোলা
বিরোধীরা ছিছি করে, হরতাল থাকে মাস জুড়ে
আমার আকাশে দেখি কালো মেঘ ভাসে গালফোলা।
আকাশের আঁকিবুকি আমি ছাড়া আর কেউ বোঝে
সেই সন্দেহ মোর মনে আজো আসে নাই তো যে
প্রতিবেশী আঙ্কেল গর্জান, "দ্যাখো কান্ডটা!
জান নিয়ে টানাটানি, এই ব্যাটা ভালোবাসা খোঁজে!"
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Joss hoise himu bhai,
Keep it up :P
Mind blowing.
Post a Comment